পঞ্চগড়ে  আদালতে  স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ 

প্রকাশ : 2024-11-26 18:45:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে  আদালতে  স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ 

 পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে সলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দেয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী এই দন্ডাদেশ দেন। আসামী সলেমান আলীর বাড়ি জেলার আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকায়। 

আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিবিষ্টপুর এলাকার এন্তাজ আলী মেয়ে জোসনা বেগমের সাথে আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার জমির উদ্দিনের ছেলে সলেমান আলীর বিয়ে হয়। ২০ থেকে ২২ বছর দাম্পত্য জীবনে তাদের ৩ টি সন্তানের জন্ম হয়। পারিবারিক বিভিন্ন বিষয় বিষয় নিয়ে সলেমান মাঝে মধ্যেই স্ত্রী জোসনাকে মারধর করতো। ২০১৮ সালের ১৭ মে পারিবারিক বিষয় নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সলেমান ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোসনার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মারা যান তিনি।  পরে লেপ দিয়ে মরদেহ ঢেকে দরজার তালা দিয়ে পালিয়ে যায় সলেমান। দুপুরে তাদের সন্তানরা বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে তালা ভেঙে এই দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ওই দিনই জোসনার বড় ভাই সলেমান আলীকে আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ২৪ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ আইনী প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার আসামীর উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফী বলেন, আমরা হত্যার ঘটনাটি সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বাদী ন্যায় বিচার পেয়েছে। আমরা মনে করি এই রায় অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। আসামী পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসামী চাইলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।