পঞ্চগড়ে আকাশে মেঘ আর রোদের লুকোচুরি
প্রকাশ : 2023-12-23 17:08:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হিমকণ্যা খ্যাত পঞ্চগড়ে শনিবার (২৩ডিসেম্বর) সকালের পর দুপুরে রোদের লুকোচুরি দেখা গেছে। এরপরে বিকেলে আবার কনকনে শীতের দাপট।
এদিকে শনিবার তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্ররবার (২২ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস। বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
তবে শনিবার ও শুক্ররবারবার এদুইদিন দুপুরে সূর্যের দেখা মেলে। এছাড়া দুপুর পর্যন্ত রোদ্রের কিছুটা ঝলকানিতে স্বস্তি পাওয়া যায়।
এদিকে গত একসপ্তাহ ধরে পঞ্চগড়ে এমন অবস্থা বিরাজ করছে। এক দুই ডিজিটে তাপমাত্রা ওঠানামা করছে। তবে দুইতিন দিন ধরে রাতে কুয়াশা কমলে সন্ধ্যার পর পর হিমেলে হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
নূড়িপাথরের অঞ্চল পঞ্চগড়ে শীত উপেক্ষা করে নদীতে শ্রমিকরা জীবীকার তাগিদে পাথর তুলতে যায়।প্রতিদিনের মতো তেতুঁলিয়ার মহানন্দা ও করতোয়ায় শ্রমিকদের পাথর তুলতে দেখা যায়।
তেতুঁলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান(ইউপি) কুদরত-ই খুদা মিলন জানান‘ শীত থাকলেও পাথর শ্রমিকরা নূড়ি পাথর তুলতে যায়। তেতুঁলিয়া উপজেলার সুরমা টি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন জানান, কাঁচা চা পাতা চাষীরা প্রতিদিন নিয়ে আসছে। চাষীদের কাঁচা চা পাতা তো শ্রমিকরাই তুলে। তাদের শীত গরম আছে।
তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন তাপমাত্রা বাড়বে ১০ এর নীচে কমবেনা। ডিসেম্বরের শেষ দিকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এখন আকাশে মেঘ দেখা যাচ্ছে। মেঘ থাকলে কুয়াশা কমে যায়। এদিকে বৃষ্টির সম্ভবনা নাই‘দক্ষিণা লে বৃষ্ট্রিপাত হতে পারে।
ই