পঞ্চগড় সীমান্তে ২ মানব পাচারকারী আটক
প্রকাশ : 2025-08-16 19:10:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

পঞ্চগড়ের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশী নাগরিককে ভারতে পাঁচার করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের হাতে দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে দুই মানব পাচারকারী চক্রের সদস্য আটক হয়েছেন।শনিবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। আটককৃত দেলোয়ার হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের প্রামানিক পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও ইয়াছিন আলী শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।এর আগে শনিবার ভোর রাতে তাদের তেঁতুলিয়ার শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৩৯ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করেন।১৮ বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার তেতুঁলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৯ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ জন হিন্দু বাংলাদেশী নাগরিক পাচার করছিলেন চক্রটির সদস্যরা। বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এসময় চক্রের দুই সদস্য ২ বাংলাদেশীকে নিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করতে পারলেও মানবপাচারকারী চক্রের দুই সদস্য বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।