পঞ্চগড় প্রেসক্লাবের উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসন নতুন কমিটি গঠন

প্রকাশ : 2025-11-11 17:03:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় প্রেসক্লাবের উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসন নতুন কমিটি গঠন

পঞ্চগড় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে।  সভাপতি নির্বাচিত  হয়েছেন বাংলাভিশন পঞ্চগড় প্রতিনিধি  মোশাররফ হোসেন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি  সরকার হায়দার। সোমবার( ১০ নভেম্বর)  রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন হয়েছে।

অন্যরা হলেন- সহ-সভাপতি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামস উদ্দীন চৌধুরী কালাম ও নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিজয় টিভির ইনসান সাগরেদ, যুগ্ম সম্পাদক এখন টিভির লুৎফর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তার ইকবাল বাহার, দপ্তর সম্পাদক দৈনিক লোকায়নের বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন বাসস’র আবু নাঈম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক ডিবিসির আবু সালেহ রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক মানবজমিনের সাবিবুর রহমান সাবিব এবং কার্যকরি সদস্য করা হয়েছে আলোকিত উত্তরের আব্দুল্লাহ আল মামুন রনিক ও একাত্তর টিভির রফিকুল ইসলামকে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউর আদম সুফি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।

জানা গেছে, গত বছরের ২১ আগস্ট কমিটি গঠন নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে পূর্বের কমিটি বিলুপ্ত হয়। এরপর দফায় দফায় সমাধানে উদ্যোগ নিলেও তা আর সমাধান হয়নি।

এরপর উদ্বুদ্ধ পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী পক্ষ- বিপক্ষের উত্তেজনা প্রশমনে পঞ্চগড় প্রেসক্লাবটি সিলগালা করে দেন।