পঞ্চগড়ে ২৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ যুবক আটক

প্রকাশ : 2025-09-09 13:00:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ২৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ যুবক আটক

পঞ্চগড় ডিবি ২৫০ পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ মাদককারবারীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর থানার অমর খানা ইউনিয়নের কাজির হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আটক ওই যুবকের নাম ফয়সাল আহমেদ বাপ্পী(১৯) পিতা আফসার আলী, গ্রাম শুকদেব পাড়া, থানা ও জেলা পঞ্চগড়। পঞ্চগড় ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে। 

পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা ডিবি শাখার এস আই আবু হোসেন এর নেতৃত্বে এস আই সাদেকুল ইসলাম, এস আই নিমাত নুর চৌধুরী সহ সঙ্গীয় অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে 

পঞ্চগড় সদর উপজেলার  অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারের ৩০০ গজ উত্তর দিকে জনৈক তোফায়েল এর চা বাগানের পাশে কাচা রাস্তার উপর থেকে ২৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। আটক ওই যুবকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।