পঞ্চগড়ে মাদকসহ দুইজন গ্রেফতার

প্রকাশ : 2024-01-01 10:30:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে মাদকসহ দুইজন গ্রেফতার

পঞ্চগড়ের  আটোয়ারী ও বোদা উপজেলায় দুটি অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায় রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা হলো; আটোয়ারী উপজেলার বোধগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে ইমন আলী (২২) ও ঠাকুরগাঁও জেলার ভুল্লীর কালেশ্বরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে শাহিনুর (২৪)।পুলিশ জানায়,শনিবার (৩০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এ সময় তোড়িয়া ইউপির নিতুপাড়া গ্রামের নিতুপাড়া মোড়ে সন্দেহজনকভাবে ইমনকে আটক করা হয়।এ সময় তার হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের একটি বস্তায় তল্লাশি করা হলে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে, জেলার বোদা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার থেকে শাহিনুরকে ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ইনজেকশনসহ গ্রেপ্তার করা হয়।পঞ্চগড় ডিবি পুলিশের ওসি আমিন ও বোদা থানার  ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।