পঞ্চগড়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের সঙ্গে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রকাশ : 2026-01-31 17:48:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের সঙ্গে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

পঞ্চগড়ে  জাতীয়তাবাদী দল -বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমিরের  জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীদের ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারী) পঞ্চগড়  জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী  নওশাদ জমির।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবু হিরণ, সহসভাপতি আব্দুস সামাদ পুলক, ট্রেজার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল,পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, রাউজুল করিম, হারুন অর রশিদ বাবু, হায়াতুন আলম, নুরুজ্জামান বাবু, আবু দাউদ প্রধানসহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অন্যান্য সদস্যরা।

সভায়  নওশাদ জমির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়ীদের উন্নয়ন এবং বেকার যুবকদের জন্য কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এতে দেশি-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।