পঞ্চগড়ে নিম্ন ও মধ্যবিত্তরা কিনতে পারছেনা ইলিশ কমেনি ডিমের দাম
প্রকাশ : 2024-09-14 17:05:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে বাজার মনিটরিং ব্যবস্থা নেই। বেড়েছে চাউলের দাম। ডিমের দাম কমার কোন লক্ষণ নেই। ইলিশের দাম আকাশ ছোঁয়া। সবজির দাম স্থিতিশীল। কমছেনা পেঁয়াজের দাম।
পঞ্চগড়ে নিত্যপন্যের বাজারে ইতিবাচক খবর নেই। ক্রমেই হতাশা বাড়ছে কম আয়ের মানুষের মাঝে। চিনি এখনো ১৪০ টাকা কেজি। বোতলজাত সয়াবিন এখনো ১৬৭ টাকা লিটার। চিনি প্রতি কেজি ১৪০ টাকা। মসুর ডাল মানভেদে ১৪০ টাকা থেকে ১১০ টাকা কেজি।
সবজিতে কিছুটা স্বস্তি আসলেও পেয়াঁজ আদা, আলুর দাম কমেনি। আলু এখনো ৫০ থেকে ৬০ টাকা কেজি। কমেছে কাঁচামরিচের দাম। কাচাঁ মরিচ ১৬০ টাকা কেজি। আদা ৩০০ টাকা কেজি। রসুনের কেজি ২০০ টাকা থেকে ২৪০ টাকা কেজি। শষা ৪০ টাকা, ঢেঁড়ষ ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি।তবে সোনালি মুরগী মাস খানেক থেকে ২৫০ টাকা থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বয়লার ১৭০ টাকা থেকে ১৮০ টাকা কেজি। তবে গরুর মাংসের দাম কেজি ৫০ টাকা কমে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ১০০ টাকা কমে মানভেদে খাসি ও বকরির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৯০০ টাকা কেজি।ডিমের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। ২ টাকা কমে এক হালি ফার্মের মুরগীর ডিম এখন ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।প্রায় দুই মাস ধরে পঞ্চগড় বাজারে সামুদ্রিক মাছ ইলিশ বেচাকেনা হলেও তা কিনতে পারছেনা নি¤œ ও মধ্যবিত্তরা।বড় সাইজের ইলিশ ১৮০০ টাকা কেজি। জাটকা ৬০০ টাকা কেজি। বেসরকারি চাকরীজীবী রবিউল ইসলাম বলেন একটি ইলিশের ওজন এককেজি থেকে দেড়কেজি। এতো দামে কি করে ইলিশ খাবো। বেতন পাই ২২০০ হাজার টাকা। ডিমের দাম তো কমেনা।
এদিকে পঞ্চগড় বাজারে চিকন মোটা সব ধরনের চাউলের দাম বেড়েছে। মোটা চাল এখন ৫৬ টাকা কেজি। ৫০ কেজির বস্তা এখন ২৮০০ টাকা। ৫০ কেজির আঠাইশ চাউল এখন ৩০০০ হাজার টাকা। প্রতিকেজির দাম ৬০ টাকা। মিনিকেট চাউলের ৫০ কেজির বস্তা ৩ হাজার তিনশত থেকে ৩ হাজার পাঁচশত টাকা। প্রতিকেজি মিনিকেট ৬৮ থেকে ৭০ টাকা কেজি। ব্যবসায়িরা জানায়, মিলেই দাম বেশি আমরা তো তাদের কাছে কিনে আনি।পঞ্চগড় ধাক্কামারা এলাকার বাসিন্দা আজাদ হোসেন বলেন,আমি কখনো ঘরের কাজ করি কখনো অটো চালাই। আয় বাড়েনি ‘ কিন্তু জিনিসপত্রের দাম কে কমাবে সেটাই বুজতেছিনা। ডিম দিয়ে ভাত খাবেন তারও দাম বেশি।#