পঞ্চগড়ে এসডিজি বিষয়ক মতবিনিময় সভা   

প্রকাশ : 2025-05-27 19:30:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে এসডিজি বিষয়ক মতবিনিময় সভা    

পঞ্চগড়ে এসডিজি -৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় বিষয়ক সভা মঙ্গলবার বিকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় বিকশিত বাংলাদেশ এ সভার আয়োজন করে।পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সভায় মূল বিষয় উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযানের উপ কার্যক্রম ব্যব‌স্থাপক সামনুন কলি। গণ সাক্ষরতা অভিযানের প্রোগ্রামের অফিসার সিজুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইন, হাঙ্গার ফ্রি ওয়াল্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, বিকশিত বাংলাদেশ এর স্থানীয় প্রতিনিধি অনিল চন্দ্র শর্মা, বিকাশ বাংলাদেশের নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ব্র্যাকের  প্রতিনিধি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

সভায় বক্তারা এসডিজির সফল বাস্তবায়নের জন্য লক্ষ্য -৪ সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রসারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা পরিকল্পনা ও শিক্ষা প্রকল্প গ্রহণ করার প্রয়োজনীয়তা তুলে বলেন, শিক্ষায় সুশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠীই পারবে বাংলাদেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এবং জাতিসংঘে গৃহীত এসডিজির ১৭ টি লক্ষ্য অর্জিত হবে। অংশীজনদের মধ্যে সংলাপের মাধ্যমে এসডিজির সফল বাস্তবায়নের জন্য লক্ষ্য -৪ সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রসারের জন্য স্থানীয় ও জাতীয় প্রচেষ্টাকে শক্তিশালী করার দাবি জানান। এছাড়া এসডিজি সূচক গুলো কার্যকর বাস্তবায়নের জন্য কতিপয় সুপারিশমালা প্রণয়ন করা হয়।সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।