পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালিত

প্রকাশ : 2025-12-05 19:09:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালন উপলক্ষে সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়েছে। আটোয়ারী উপজেলার কালমেঘ এলাকার লাইট অফ লাইফ অর্গানাইজেশন দিবসটি পালন করে। গতকাল শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয়। নিজেই সাইকেল চালিয়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। বক্তব্য দেন স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক খান, সদস্য হাবিব উল্ল্যাহ সুমন, লাইট অফ লাইফের সভাপতি আব্দুল্ল্যাহ রনি, সাধারণ সম্পাদক মারুফ খান প্রমূখ। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, আমি নিজে একজন স্বেচ্ছাসেবক। সারাজীবন খেয়ে না খেয়ে বনের মোষ তাড়িয়েছি। স্বেচ্ছাসেবার মাধ্যমে সুন্দর আগামী তৈরি করা সম্ভব। আমি পঞ্চগড়ের সকল স্বেচ্ছাসেবীদের একত্রিত করছি। সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করবো। এই শহর অপরিচ্ছন্ন। কয়েকদিনের মধ্যেই শহরে পরিচ্ছন্নতার অভিযানে নামবো। এরপর মাদকসহ অন্যান্য সামাজিক সমস্যা দূর করার অভিযানে একসাথে কাজ করবো। এখন এই কাজগুলো তার রিহার্সেল চলছে। তরুনরা যত স্বেচ্ছাসেবায় যোগ দেবেন, মাদক তত কমবে। সামাজিক সমস্যা তত কমবে। এই তরুনরাই গড়বে সুন্দর আগামীর ভবিষ্যত। সাইকেল র‌্যালির মতো আমিও তাদের অগ্রভাগে থাকবো।