নৌকার ভোট করতে গিয়ে হুমকির শিকার ইউপি চেয়ারম্যান!
প্রকাশ : 2023-12-25 12:15:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলওয়ার হোসেন কে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।তিনি পঞ্চগড়-১ আসনের নৌকা প্রতীকের সক্রিয় কর্মী। এ ব্যাপারে থানায় এজাহার দিয়েছেন তিনি। এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানা পুলিশ।
ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও।তিনি বাদী হয়ে সামসুল আলমকে আসামী করে থানায় এজাহার দিয়েছেন।
আটোয়ারী থানার বরাবারে দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, দেলওয়ার হোসেন রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়ি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প গড়-১ আসনের প্রার্থীর পক্ষে ওই ইউনিয়নের নৌকা মার্কার অফিসে উপস্থিত হলে সামসুল আলম (৪৫) পিতামৃত : আব্দুস সাত্তার গ্রাম: মন্ডলপাড়া সাতখামার। তাকে পূর্ব শক্রতার জেরে প্রাণ নাশের হুমকী ও অশালীন ভাবে গালিগালাজ করতে থাকে। তার এহেন আচরণে প্রতিবাদ করলে সামসুল আলম আরো ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেরে আসে।
এঘটনার সময় স্থানীয় বাসিন্দা আজম ,আব্দুর রউফ মহসিন ওরফে জুয়েল সহ উপস্থিত লোকজন তাকে আটক করে। এরপর সে চলে যায়‘ যাওয়ার সময় বলে একা পেলে তাকে প্রাণে মেরে ফেলবে।
এ ব্যাপারে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন ‘অভিযোগ পেয়েছি লোক পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ই