নৌকার বাইরে ভোট দিলে ঠেকা থাকবেন : সংসদ সদস্য এমিলি

প্রকাশ : 2023-08-27 12:34:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নৌকার বাইরে ভোট দিলে ঠেকা থাকবেন : সংসদ সদস্য এমিলি

জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ বলেছেন, আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে। দেশের মানুষের জন্য নানা রকমের ভাতার ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা। বঙ্গবন্ধু ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন সম্মানের সঙ্গে বাঁচার জন্য। অতএব, নৌকার বাইরে ভোট দিলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। তিনি শনিবার দুপুরে লৌহজং উপজেলার নাগেরহাট ঈদগাহ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে কনকসার ইউনিয়ন আওয়ামী আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন।

কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরনবী বেপারী মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ মো. শাহিন। এ সময় লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী, সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন ও বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির, প্রচার সম্পাদক নুরুল আমিন, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মূনীর হোসেন মোড়ল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল হাশেম খান, সাধারণ সম্পাদক মো. শাওন বেপারী,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু প্রমুখ বক্তব্য দেন।