নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই, কারও নেই: আইভী

প্রকাশ : 2022-01-14 20:11:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই, কারও নেই: আইভী

আবারও পাঁচ বছর নগরবাসীর সেবা করার সুযোগ চাইলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘যেকোনো সময় আমার জীবনে কিছু ঘটতে পারে। আমার নিজের জীবন বাজি রেখেছি, আমার বাবার মতো আপনাদের খেদমত করার সুযোগ দিন আমাকে।’

আজ শুক্রবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে এই সমাবেশের আয়োজন করা হয়।

 সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সড়কের এক পাশ বন্ধ করে পথসভা করায় সড়কে যানজটের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী আইভী বলেন, ‘এই শহরের মাটি ও মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার বাবা আলী আহাম্মদ চুনকাও এই শহরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। নগরবাসীর উদ্দেশে আইভী বলেন, ‘আমি আপনাদের ডাকে ছুটে এসেছি, দীর্ঘ ১৮ বছর আপনাদের কল্যাণে কাজ করেছি।’

আইভী বলেন, ‘আবারও দরবারে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি শান্তির বার্তা নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এই নৌকা আইভীর নৌকা, এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা, এই নৌকা হজরত নূহ (আ.) নৌকা, এই নৌকা একাত্তরের নৌকা, এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা...। এই নৌকাকে হারানোর ক্ষমতা কারও নেই, কারও নেই।’

আইভী বলেন, ‘১৬ জানুয়ারি আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা এই নারায়ণগঞ্জ নারী-শিশুবান্ধব, পরিবেশবান্ধব নগরীর গড়ার জন্য আমাকে আবারও পাঁচ বছর সেবা করার সুযোগ দিন।’

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র প্রার্থী আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘অশান্ত শহরে শান্তি প্রতিষ্ঠা করেছেন আইভী। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন। মনে রাখবেন, কেউ কেউ অশান্তির সৃষ্টির চেষ্টা করবেন, আমরা প্রশাসনকে বলে এসেছি, কোনো বিশৃঙ্খলা এই নারায়ণগঞ্জে হতে পারবে না। এই নির্বাচন সামনে রেখে কোনো সন্ত্রাসীর উঁকি–ঝুঁকি আমরা মানব না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ।