নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

প্রকাশ : 2022-08-31 11:57:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে সকল দোকানপাট। নিষিদ্ধ করা হয়েছে গণজামায়েত। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার (৩১ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আইন জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার।

সরেজমিন ঘুরে দেখা গেছ, ১৪৪ ধারা জারির কারণে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে কার্যত অঘোষিত হরতাল চলছে। এতে চৌমুহনী বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বাজারে সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার বলেন, বুধবার বিকেলে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় চৌমুহনী পৌরসভা এলাকায় জনসাধারণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব বলেন, ১৪৪ ধারা বলবৎ রাখতে চৌমুহনী পৌরসভা এলাকায় ২৫০ জন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে। কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।