নোয়াখালীতে বিবাদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

প্রকাশ : 2022-09-08 15:41:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নোয়াখালীতে বিবাদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ঘিরে সভাস্থলের বাইরে বিবাদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় নেতা–কর্মীরা বলেন, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিনের অনুসারীরা একই সময় স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয়ের সামনে আসেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে টাউন হল মোড়–সংলগ্ন শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল-মাহমুদ।