নেশা করতে নিষেধ করায় দুই নারীকে মারধর
প্রকাশ : 2023-06-22 17:43:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে নেশা করতে নিষেধ করায় দুই নারীকে মারপিটের ঘটনা ঘটেছে। আহত দুই নারীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় ভুক্তভোগী আছিয়া বেগম বাদী হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী আছিয়া বেগমের বাড়ির পাশে একই গ্রামের পলাশ, হিমেল ও নিরব কয়েকদিন ধরে নেশা করছিল। গত শনিবার সকালে আছিয়া বেগম ও তার প্রতিবেশী অঞ্জনা খাতুন তাদের নেশা করতে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা- কাটাকাটি একপর্যায় ওই দুই নারীকে পলাশ, হিমেল ও নিরব মারধর করে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় আছিয়া বেগম বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় থানায় পলাশ, হিমেল ও নিরব সহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।