নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে শিবগঞ্জে অবস্থান কর্মসূচি
প্রকাশ : 2025-12-02 17:07:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন বগুড়ার শিবগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন ।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ( Fpi) সমিতির সাধারণ সম্পাদক অনন্ত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক সেলিম, শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক পলাশ কুমার মোদক, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সমিতির সভাপতি মোকছেদা খাতুন, পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি নিপা খাতুনসহ অত্র উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমাদের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দেন তারা।