নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

প্রকাশ : 2024-03-24 16:06:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

মুন্সীগঞ্জের গজারিয়ার সুপারবোর্ড কারখানায় লাগা আগুন এখনো নেভেনি। রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময়ও কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

রোববার দুপুর ১টা ১০ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, টি কে গ্রুপের এসএফএলএল ফ্যাক্টরির গোডাউনে আগুন লেগেছে। গোডাউনে রয়েছে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বর্তমানে এখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।