নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে ইপিজেড ও বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেবো: শেখ মোঃ আব্দুল্লাহ
প্রকাশ : 2026-01-26 18:43:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি মুন্সীগঞ্জে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ও একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আজ সোমবার(২৬ জানুয়ারী) সকাল ৯ টা খেকে সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়ননের বড় পাউলদিয়া,গোবর্দী থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেন বিকেলে মধ্যপাড়া, মালপদিয়া, ধামালিয়া, ত্রিনাথ তলা মন্দির, মালপদিয়া বকুলতলা, কাকালদী রমনা মার্কেটসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শেখ মোঃ আব্দুল্লাহ এ সময় তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় ও তাঁদের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিএনপির সমর্থক অনেকের সঙ্গে ছবি তোলেন। গণসংযোগে অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের হাতে লিফলেট ছাড়াও প্রতীকী ধানের শীষ দেখা গেছে।
শেখ আব্দুল্লাহ বলেন, মাদক আজ সমাজের সবচেয়ে বড় অভিশাপ। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করতে কাজ করবো।
তিনি আরও বলেন, এ অঞ্চলে শিল্পায়ন ও উচ্চশিক্ষার অভাব রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে একটি ইপিজেড এবং একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবো। এতে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, আজিম আল রাজী,মোঃ রহিম শেখ, ইয়াছিন সুমন, মাহমুদা আক্তার,মোঃ হালীম বেপারী,মোঃ আকাশ শেখ,মোঃ মজিবুর,মোঃ আজিজুল শেখ,মোঃ ইকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের অনেকেই জানান, দীর্ঘদিন পর এলাকায় প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা পরিবর্তনের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। তারা শেখ আব্দুল্লাহর উন্নয়ন পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।