নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কৃষিমন্ত্রী

প্রকাশ : 2022-11-16 17:01:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কৃষিমন্ত্রী

জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন দেশে নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দুজনে তাদের ডেকে সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে কোনোভাবাইে ছাড় দেওয়া হবে না। 

বুধবার সকাল ১০ টার সময় ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী একথা বলেন। 

তিনি আরো বলেন, দেশে দুর্ভিক্ষ আসার কোন সুযোগ নেই। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকটটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না বলে জানান মন্ত্রী। পাশাপাশি ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের নব্য চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।