নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : 2026-01-03 15:58:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত। ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।’ তিনি জানান, অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন—এমন তথ্য থাকলেও তারা নির্দিষ্ট কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। অবস্থান নিশ্চিত হলে ভারত সরকারকে তাদের আটক করার বিষয়ে জানানো হতো।

তিনি আরও বলেন, ‘বিচার কখনো সময় বেঁধে হয় না। তারপরও সরকার সার্বিকভাবে চেষ্টা করবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।’

এর আগে সকালে মুন্সিগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।