নির্বাচনে সহিংসতার যে চর্চা তা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে: সিইসি
প্রকাশ : 2022-05-20 16:33:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার প্রয়োগ করা একটি চ্যালেঞ্জ। নির্বাচনে সহিংসতার যে চর্চা তা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। শুক্রবার (২০ মে) সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, ভোট দিতে বাধা দিলে ভোটারদের প্রতিবাদ করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আজ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম চলবে।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের সময় কমিশনকে চাপে থাকতে হয়। বিশ্বের অন্যান্য দেশে সেই চাপ নেই। নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন সফল করতে পারে না। প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারিকে সহায়ক ভূমিকা রাখতে হবে।
সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অাহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদেরও ভোটাধিকার প্রয়োগে ভূমিকা রাখতে হবে। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিক দায়িত্ব। নির্বাচনে কেউ জোর করে কাউকে ভোট কেন্দ্রে নিবে না। দায়িত্ববোধ থেকে ভোট দিতে হবে।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরোক্ষভাবে সবাই ভোটের মাধ্যমে নির্বাচিত।
এ ধাপে ১৪০টি উপজেলার তথ্য সংগ্রহের কথা থাকলেও বন্যার কারণে সিলেটের কানাইঘাট উপজেলার তথ্য সংগ্রহের কাজ স্থগিত করা হয়েছে। দেশের নাগরিকদের মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদে ভোটার করা হবে।