নির্বাচনে কালো টাকার ছড়ানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

প্রকাশ : 2024-03-07 19:38:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নির্বাচনে কালো টাকার ছড়ানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে।’বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি নির্বাচনে জিপ গাড়ি প্রতীকের প্রার্থী শামিম তালুকদার ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোকবুল হোসেন মুকুলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের সূত্র ধরে এ হুঁশিয়ারি দেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আচরণবিধি না মেনে নির্বাচনের ব্যত্যয় করলে যেকোনও মুহূর্তে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।’

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হেসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ ছয় চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা উপস্থিত ছিলেন।

আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন হবে। জেলার মোট সাত পৌরসভা, ৯ উপজেলা, ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।