নির্দিষ্ট সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছু নেই: রিজওয়ানা হাসান
প্রকাশ : 2026-01-19 18:11:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন অগ্রগতি না থাকলেও সোমবার তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও স¤প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পানিউন্নয়ন বোড কর্তৃক নদী ভাঙ্গন রোধ ও বন্যা নিয়ন্ত্রন ব্যবস্থা তুলে ধরেন, সেটি দেখে কাউনিয়া তিস্তা সেতু এলাকা থেকে নৌযোগে তিনি ১০নং টুনুর ঘাটে এসে নদীপারের মানুষের সাথে কথা বলেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্দিষ্ট সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছু নেই, এ সরকারের আমলে কাজ শুরু না হলেও চিনা সরকার আমাদের পাশে আছে। ২৬জানুয়ারীর মধ্যে কাজ শুরু করা না গেলেও কোন ভাবেই হতাশা ছরানো যাবে না। তিস্তা প্রকল্প নিয়ে ভালো করে যাচাই-বাছাই চলছে। যাতে কোনো ভুল না হয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পটি শুরু হচ্ছে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকার উভয়ে প্রতিশ্রæতিবদ্ধ। প্রকল্পটা অনেক জটিল হওয়ায় তিনটি বিষয় দেখতে হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন রোধ ও সেচ দেওয়া। ফলে ফুল প্রুভ করতে চীন একটু সময় নিচ্ছেন। চিনা বিশেষজ্ঞরা যাচাই-বাছাই শুরু করেছেন। এখন এই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করা সম্ভব নয়। আপনারা আশাহত হবেন না। তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ উজ্জ্বল।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়ান্সি ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত বলেন আমি ভুরাজনীতির কোন চাপ দেখছি না, এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প, এই প্রকল্পে চিন সরকার বিনিয়োগ করবে। এই প্রকল্পটি বাস্তবায়নে চিনা সরকার অঙ্গিকারা বদ্ধ। সফর সঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।