নিজেদের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও ডোবাল শ্রীলঙ্কা

প্রকাশ : 2021-11-05 08:58:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিজেদের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও ডোবাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, আগেই বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। পাঁচ ম্যাচ থেকে দুটি জয় নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হল।

আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান করে লঙ্কানরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

৪২ রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। ৫ চারে ৪১ বলে ৫১ রান করে ব্রাভোর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে শ্রীলঙ্কার ইনিংসের মূল ভিত্তিটা ছিলেন চারিথ আশালাঙ্কা। ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৬৮ রান করে আন্দ্রে রাসেলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১৪ বলে ২৫ রান আসে দাসুন শানাকার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে কেবল ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে শ্রীলঙ্কা।

৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। বাকি উইকেট পান ডোয়াইন ব্রাভো।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। ৫ বলে ১ রান করে গেইল ও ৬ বলে ৮ রান করে আউট হন লুইস। তাদের দুজনকেই ফেরান ফার্নান্দো।

এরপর রোস্টন চেজকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন নিকোলাস পুরান। ৩৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। চেজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন চামিকা করুনারাত্নে।

ব্যাট হাতে উইন্ডিজের হয়ে একাই লড়ে যাওয়া হেটমায়ার শেষদিকে এসে ৩৮ বলে তুলে নেন অর্ধশতক। যদিও দলকে আর জেতাতে পারেননি তিনি। তবে ৪ ছয় ও ৮ চারে ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থেকে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে যান এ ব্যাটার। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফার্নান্দো, করুনারত্নে ও হাসারাঙ্গা।