নিউ জিল্যান্ড সফর দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
প্রকাশ : 2023-07-18 11:37:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশকে আগামী ডিসেম্বরে ৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির জন্য আতিথ্য দিতে যাচ্ছে নিউ জিল্যান্ড। ম্যাচগুলো হবে ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে।
২০২৩-২৪ ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে আতিথ্য দিতে যাচ্ছে তারা। কিউইরা ৮ বছরে প্রথমবারের মতো টেস্ট সিরিজে অজিদের আতিথ্য দিতে যাচ্ছে।
বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পর ১১ দিনের বিরতি মিলবে। তার পর ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে পাকিস্তানের বিপক্ষে খেলবে ৫টি টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা তার পর ৪ ফেব্রুয়ারি দুটি টেস্টের জন্য নিউ জিল্যান্ড সফর করবে। তার পরেই আসবে অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে কামিন্সরা ৩টি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলবে।
নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি
প্রথম ওয়ানডে: ১৭ ডিসেম্বর , ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে: ২০ ডিসেম্বর, নেলসন
তৃতীয় ওয়ানডে: ২৩ ডিসেম্বর নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, টাউরাঙ্গা
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, টাউরাঙ্গা