নিউজিল্যান্ডে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে মুমিনুলদের

প্রকাশ : 2021-12-20 11:41:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিউজিল্যান্ডে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে মুমিনুলদের

অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়াকে কেন্দ্র করে যে দীর্ঘ কোয়ারেন্টাইনে ছিল টিম বাংলাদেশ, সে করোনা প্রটোকলের বিধিনিষেধ কেটে গেছে।

আগামীকাল ২১ ডিসেম্বর থেকে খোলা আকাশের নিচে প্র্যাকটিস করবে মুমিনুল হকের দল। আজ (সোমবার) ভোরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিওবার্তায় জানিয়েছেন এই সুখবর।

আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ (নিউজিল্যান্ডে তখন দুপুর ২টা) পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‌‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। সবার নেগেটিভ এসেছে। তাই আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। আমরা এখন থেকে মুক্ত।’

সুজন আরও জানান, মঙ্গলবার নতুন হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিন থেকে দলগত অনুশীলনও শুরু করতে পারবেন মুমিনুলরা।

সুজন বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি বে ওভালে। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।