নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা

প্রকাশ : 2021-09-17 18:46:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুয়েন জুয়ান ফুক, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোতেলি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেসব বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘ অধিবেশন শেষে আগামী ১ অক্টোবর ঢাকায় ফিরবেন।