নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
প্রকাশ : 2022-10-05 10:26:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বকাপে মোট ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। নিগার সুলতানা জ্যোতির দল কঠিন গ্রুপে পড়েছে।
সম্প্রতি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। তবে বিশ্বকাপের মূল পর্বে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাঘিনীরা। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।
বিশ্বকাপের গ্রুপ 'এ' তে রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-আফ্রিকা, শ্রীলঙ্কা, এবং বাংলাদেশ। গ্রুপ 'বি' তে রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে ১০ ফেব্রুয়ারী স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।