নারীদের বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা
প্রকাশ : 2026-01-18 16:00:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্রুপের খেলায় যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানারা।
ব্যাট করতে নেমে শারমিন আক্তার ছিলেন ইনিংসের মূল প্রভাবক। ৩৯ বলে খেলেছেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। নারীদের টি–টোয়েন্টিতে এটি তার প্রথম হাফসেঞ্চুরি। তাতে ছিল ৮টি চার ও একটি ছক্কা। তাকে ভালোভাবে সঙ্গ দেন সোবহানা মোস্তারি। তিনি ২৯ বলে করেন ৩২ রান। তাদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ১৫৯ রান তোলে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের পক্ষে পেসার মাহি মাধবন তিনটি এবং ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে ১৩৭ রানে থামিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২৪ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া রিতু মনি নেন তিনটি এবং রাবেয়া খান নেন দুটি উইকেট।
শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। ৯ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিতু মনি। পরপর তিন ব্যাটারকে সাজঘরে পাঠান। যার মধ্যে ছিলেন ওপেনার চেতনা পাগ্যাদ্যালা। ৩১ বলে ৩৬ রান করা এই ব্যাটারকে আউট করে যুক্তরাষ্ট্রের স্কোর ৬৮ রানে ৪ উইকেটে নামিয়ে আনেন রিতু।
নিচের দিকে রিতু সিং বাংলাদেশকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করেছিলেন। ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তবে ১৮তম ওভারে অভিজ্ঞ নাহিদা আক্তার তাকে ফিরিয়ে দিলে আবারও ইনিংসের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
পরের বলেই গীতিকা কোদালিকে শূন্য রানে স্টাম্পিং করান নাহিদা। হ্যাটট্রিক পূরণ না হলেও দুই বল পর আবার আঘাত হানেন তিনি। তারান্নুম চোপড়াকে (১০) ফিরিয়ে নবম উইকেটের পতন ঘটান।
কা/আ