নানা আয়োজনে শিবগঞ্জে যুবদিবস পালিত

প্রকাশ : 2022-11-01 14:29:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নানা আয়োজনে শিবগঞ্জে যুবদিবস পালিত

 প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভা, প্রশিক্ষিত যুবকদের সনদ, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণের মাধ্যমে বগুড়া শিবগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুবদিবস। 

১নভেম্বর  সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা ।

 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুবদিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজলা পঃপঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান প্রমূখ।