নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  

প্রকাশ : 2022-06-06 12:01:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা   

রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় গত রবিবার আকস্মিক পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ। তিনি অর্ধ-বার্ষিক পরীক্ষা কক্ষ, বিদ্যালয় ক্যাম্পাস, মুজিব কর্ণার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও আরাজী সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার চাঁদ, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষকগণের ভূমিকা রাখতে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।