নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানি

প্রকাশ : 2022-05-29 10:02:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানি

নাইজেরিয়ার একটি গির্জায় খাবার খেতে গিয়ে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (২৮ মে) সকালে ওই দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার (২৮ মে) ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
 
তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হতাহতের বেশিরভাগই শিশু।

এদিকে দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবরে জানা যায়।
 
গির্জায় ফ্রিতে খাবার পাওয়ার জন্য শুক্রবার থেকে মানুষ সেখানে ভিড় করতে থাকে বলে নাইজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়।