নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশ : 2023-11-15 16:03:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থানে পুলিশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনো সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা। সেখানে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

তবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ জনতা পার্টি নামের একটি দলের কিছু নেতা-কর্মী মিছিল করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে বাংলাদেশ জনতা পার্টি নামের একটি দলের কিছু নেতা-কর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবরোধের সমর্থনে মিছিল শুরু করেন। পরে পাশে থাকা পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। 

গত ২৯ অক্টোবর থেকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে। গতকাল কার্যালয়ের সামনে থেকে খানিকটা দূরে সরে পশ্চিম দিকে গিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। আজ বেলা ১১টার পর আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে পুলিশ।

বিএনপি কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রাখার ১৭ দিন পর গতকাল ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপির নেতা-কর্মীরা চাইলে তাঁদের কার্যালয়ে যেতে পারেন। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা বিএনপি লাগিয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের পর আজ সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের কর্মীরা ভিড় করছেন। বেলা পৌনে একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে তাঁদের কার্যালয়ে আসতে দেখা যায়নি।

তবে গণ অধিকার পরিষদের কিছু নেতা-কর্মী নয়াপল্টনের কার্যালয়ের সামনে দিয়ে একটি মিছিল করেছেন।

 

সান