নবমবারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক   

প্রকাশ : 2022-07-03 21:06:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নবমবারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক   

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এম এম এনামুল হক। আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবমবারের মতো বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন। রবিবার দুপুরে বিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এনামুল হক এ পদে নির্বাচিত হন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো হাজী বকুল খান দাতা সদস্য নির্বাচিত হন।
     
গত বুধবার (২৯ জুন) নির্বাচনে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ অভিভাবক প্রতিনিধি শ্রী শিবু দাস, মো. মহিউদ্দিন মৃধা, মো. কুদ্দুস ঢালী, মো. জিল্লু হাওলাদার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি ছালমা বেগম, তিনজন শিক্ষক প্রতিনিধি আব্দুল হালিম, মো. রাসেল, সানজিদা সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং  পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র মন্ডল সদস্য সচিব নির্বাচিত হন। 
     
নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো.  জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, এ কমিটির মেয়াদ দুই বছর। অনুমোদনের জন্য কমিটির তালিকা মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।