নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন 

প্রকাশ : 2025-09-15 17:10:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন 

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ সভাকক্ষে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ওসমান গণি সরকার বেলাল। 

সেসময় নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ, সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও কারিগরি শাখার প্রায় ৩০০ শিক্ষার্থী এতে উপস্থিত হন। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষ মো. ওসমান গণি সরকার বেলালকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান ও আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থাগারিক মেরাজ মো. নবী-উল ইসলাম।