নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশ : 2024-02-27 17:09:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে নন্দীগ্রাম পৌরসভার সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন ও আবু সাঈদ মিলন প্রমুখ।