নন্দীগ্রাম পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
প্রকাশ : 2022-12-13 18:40:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৯জন গ্রেপ্তার হয়েছে। সোমবার রাতে উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহারুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহারভূক্ত আসামি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চককয়া গ্রামের গনেশ চন্দ্র মহন্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপরদিকে থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামের মানিক মিয়াকে ওই গ্রামের জাহিদ হাসানের মুদির দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে।
এছাড়াও থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিআর ও সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের আবুল কালাম, থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের ফারুক হোসেন, বুড়ইল ইউনিয়নের পেং গ্রামের আবু মুসা, ভাটরা ইউনিয়নের পাইকরকুড়ি গ্রামের আলমগীর হোসেন, ভাগবজর গ্রামের ফুয়াদ হোসেন, আঁচলতা গ্রামের রয়েল হোসেন ও সিংজানী গ্রামের শাহজাহান আলীকে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।