নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ ফাইম উদ্দিনের যোগদান

প্রকাশ : 2025-09-25 17:06:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ ফাইম উদ্দিনের যোগদান

বগুড়ার নন্দীগ্রাম থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর মো. ফাইম উদ্দিন। গত মঙ্গলবার রাতে তিনি নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি এর আগে বগুড়া জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সেখানে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন। 

নবাগত অফিসার ইনচার্জ ফাইম উদ্দিন সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সচেষ্ট থাকবো। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আশা করি সবারই আন্তরিক সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।