নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশ : 2025-10-08 17:28:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিসিআইসির সার ডিলার মোখলেছার রহমান ও বিএডিসির সার ও বীজ ডিলার কোরবান আলী প্রমুখ। 

উক্ত সভায় বলা হয়েছে, নন্দীগ্রাম উপজেলায় সার ও বীজের কোনো সঙ্কট নেই। আর সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিক্রয় করার দিকনির্দেশনা দেওয়া হয়। কোনোক্রমেই যেনো কৃষকদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নেওয়া না হয়। উক্ত সভায় নন্দীগ্রাম উপজেলার বিসিআইসি সার ডিলার ও বিএডিসির সার ও বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।