নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-02-06 14:19:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

চলতি বোরো মৌসুমে সারের বাজার ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ডিলার শফিকুল আলম মঞ্জু, মোখলেছার রহমান, ইউনুস আলী, একরাম হোসেন, আল-তৌফিক ও কোরবান আলী প্রমুখ।