নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মনসুর হোসেন ডিগ্রী কলেজ অধ্যক্ষককে সংবর্ধনা
প্রকাশ : 2024-12-01 14:19:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, কার্যনিবাহী সদস্য দৈনিক করতোয়ার সাবেক প্রতিনিধি নূর মোহাম্মদ বাদশাহ, এনসিএন নন্দীগ্রাম প্রতিনিধি মামুন আহমেদ, গোলাম মোস্তফা, মহসিন আলী, আব্দুল হান্নান, এআর মানিক ও প্রভাষক মোকছেদুল মোমিন প্রমুখ।