নন্দীগ্রাম উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা 

প্রকাশ : 2022-02-17 19:22:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ। উক্ত সভায় অনলাইনে সরকারি জলমহাল ইজারা প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।