নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-11-12 11:19:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম ইসলাম সুমন প্রমুখ। এ সভায় পৌর ও ৫টি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সান