নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-11-24 19:21:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক জুলফিকার মতিন, আনসার ও ভিডিপি বগুড়ার সার্কেল অ্যাডজুট্যান্ট গোলাম আজম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও ইউনিয়ন দলনেতা মকবুল হোসেন প্রমুখ। পরে পুরস্কার বিতরণ করা হয়।