নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে প্রচার মিছিল
প্রকাশ : 2022-02-24 19:00:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয় হতে একটি প্রচার মিছিল বের করে। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত জানান, ২৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রচার মিছিল করেছে।