নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2022-04-25 19:46:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু ও থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন প্রমুখ।