নন্দীগ্রাম উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রকাশ : 2022-02-09 18:51:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জিয়াউল হক।
শপথ গ্রহণ করেছেন ২নং নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত উপস্থিত ছিলেন। এ উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।