নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2026-01-28 17:51:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়ইল বাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ধানের শীষ শুধু বিএনপির একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। দেশ ও জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।