নন্দীগ্রাম ইউনিয়নকে আধুনিকায়ন করতে চায় মখলেছুর রহমান মিন্টু 

প্রকাশ : 2021-10-10 14:28:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম ইউনিয়নকে আধুনিকায়ন করতে চায় মখলেছুর রহমান মিন্টু 

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান-সদস্য পদপ্রার্থীরা ইতোমধ্যেই ভোটারদের বাড়িবাড়ি গিয়ে দোয়া-আর্শীবাদ ও ভোট প্রার্থনা শুরু করে দিয়েছে। তাদের মধ্যেই একজন মখলেছুর রহমান মিন্টু। তিনি উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার পিতা আওয়ামীলীগের ক্রান্তিকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্বপালন করেন। মখলেছুর রহমান মিন্টু ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে উপজেলা যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়। এরপর টানা তিনবার মখলেছুর রহমান মিন্টু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়ে আসছেন। 

এছাড়াও তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ করেন। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে গণসংযোগ, দোয়া-আর্শীবাদ ও ভোট প্রার্থনা শুরু করে দিয়েছেন মখলেছুর রহমান মিন্টু। আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে নৌকা প্রতীক পেতে আশাবাদী তিনি। মখলেছুর রহমান মিন্টু বলেছেন, আমি নৌকা প্রতীক পেলেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো। নৌকা প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে নন্দীগ্রাম ইউনিয়নবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন উপহার দিতে চাই। সেইসাথে ইউনিয়নের রাস্তাঘাট, ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন এবং জনসেবায় গুরুত্ব দিতে আগ্রহী। এখন আমার লক্ষ্য নৌকা প্রতীক ও ইউনিয়নবাসীর দোয়া-আর্শীবাদ। নৌকা প্রতীক পেলে আমি জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।